
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
“নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, ডেঙ্গু মুক্ত ইউনিয়ন গড়ি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নে মশক নিধন অভিযান-২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। চর পাকেরদহ ইউনিয়ন পরিষদের আয়োজনে বুধবার (৮ অক্টোবর) সকাল ১০টায় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে ইউনিয়ন পরিষদের প্রশাসক, বৈষম্য বিরোধী ছাত্র, আন্দোলনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ সদস্য, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজ আঙিনা, বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। শুধু সরকারি উদ্যোগ নয়, জনগণের সচেতনতা ও অংশগ্রহণই ডেঙ্গুমুক্ত ইউনিয়ন গড়তে পারে।