
এস.এম হোসেন আছাদ:
জামালপুরে নান্দিনা থেকে অপহৃত নারী মোছাঃ বন্যা খাতুন (২৬) কে উদ্ধার করেছে জামালপুর সদর থানা পুলিশ। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় সদর উপজেলার মানিকের চরের মোল্লাবাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি সন্ধ্যা ৭ টায় জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিব নিশ্চিত করেছেন। জানা যায়, বৃহস্পতিবার সকাল দশটার দিকে জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারের মানহা তালুকদার ডায়াগনস্টিক সেন্টারের নারী কর্মী মোছাঃ বন্যা খাতুন (২৬) কে হাসপাতাল রোড থেকে (ঢাকা মেট্রো চ-১৫৯৭৭৬) হাইয়েস গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং তা ভাইরাল হয়। পরে নান্দিনা বড় মসজিদ রোড এলাকার মৃত ছাদ্দাম হোসেনের ছেলে মোঃ চাঁন মিয়া বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পরেই সদর থানার অফিসার ইনচার্জ মো. নাজমুস সাকিবের নির্দেশে এসআই মো. মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে সদর থানা পুলিশের একটি টীম ও বারুয়ামারী পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যবৃন্দ যৌথভাবে অভিযান পরিচালনা করে মানিকের চর মোল্লাবাড়ি এলাকা হতে বন্যাকে উদ্ধার করে। পুলিশের দক্ষ তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে উদ্ধারের ঘটনায় পুলিশ বাহিনীকে সাধুবাদ জানিয়েছে বন্যার পরিবার ও এলাকাসীরা।