শনিবার, নভেম্বর ১, ২০২৫
Home জামালপুরমাদারগঞ্জে পানি নিষ্কাশনের দাবীতে বিক্ষোভ

মাদারগঞ্জে পানি নিষ্কাশনের দাবীতে বিক্ষোভ

by দৈনিক নিকতি
০ comments

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
মাদারগঞ্জ উপজেলার তারতা পাড়ায় ফসলি জমি থেকে পানি নিষ্কাশনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী। রবিবার সকালে স্থানীয় শতাধিক কৃষক-জনতা এ কর্মসূচিতে অংশ নেন। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় তারতা পাড়ার বিপুল পরিমাণ আবাদি জমি পানিতে তলিয়ে রয়েছে। এতে সেচের অভাবে ধান, সবজি ও অন্যান্য ফসল করতে পারছেন না কৃষকরা। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পানি নিষ্কাশনের জন্য সরকারি উদ্যোগ থাকা সত্ত্বেও এলাকায় কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। ফলে প্রতি বছরই চাষাবাদ করতে পারছেন না কৃষকরা। তারা আরও বলেন, অচিরেই যদি পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থা না করা হয়, তবে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এ সময় কৃষক ও এলাকাবাসী দাবি জানান—ফসলি জমি রক্ষায় দ্রুত ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন এবং স্থায়ী পানি নিষ্কাশন প্রকল্প গ্রহণের জন্য সরকারের কাছে আহ্বান জানান।

You may also like