Home রাজনীতিজামালপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

by দৈনিক নিকতি
০ comments

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী জামালপুরে পালিত হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের তালুকদার মার্কেটে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের ব্যানারে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি শামীম আহাম্মেদের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক বিঞ্চ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নিলোফার চৌধুরী মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া, মেলান্দহ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজম খান, জেলা যুবদলের সদস্য খায়রুল ইসলাম লিয়ন ও শহর যুবদলের সদস্য সচিব জিয়াউর হক জিয়া প্রমুখ। প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় জেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

You may also like