রবিবার, নভেম্বর ২, ২০২৫
Home জামালপুরজামালপুরে বিএনপির লিফলেট বিতরণ

জামালপুরে বিএনপির লিফলেট বিতরণ

by দৈনিক নিকতি
০ comments

এম. আলমগীর, জামালপুর:
জামালপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি। শনিবার (১১ অক্টোবর) দুপুরে শহরের গেটপাড় থেকে পুরাতন লম্বাগাছ এলাকায় এ লিফলেট বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন কর্ণেল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাক, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল মোমেন আকন্দ কাওছার, সদস্য সচিব মঞ্জুরুল করিম সমুন, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে গেটপাড় থেকে পুরাতন লম্বাগাছ পর্যন্ত রাস্তার দুই পাশের দোকানদার ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

You may also like