
শামছুল হুদা রতন, জামালপুর:
দেওয়ানগঞ্জের বাছেতপুর দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশরাফ আলীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। বুধবার (৮ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষুদ্ধ শিক্ষার্থীদের দাবি, ২০২৪ সালে দরিদ্র ও বঞ্চিত শিক্ষার্থীদের জন্য ৫ লাখ টাকা বরাদ্দ এসছিলো। চলতি বছর ১ লাখ টাকা বন্টন করেছে। বাকি টাকা প্রধান শিক্ষক আত্মসাৎ করেছে। এমনকি বিভিন্ন পরীক্ষার সময় সরকার নির্ধারিত ফি’র চেয়ে অতিরিক্ত ফি আদায় করে থাকে। সেইসাথে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগের ব্যাপক অনিয়ন করেছে। তাই তার পদত্যাদ চাওয়া হচ্ছে। প্রধান শিক্ষক আশরাফ আলী বলেন, বরাদ্দের অর্থ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ সাবেক ম্যানেজিং কমিটি নিয়ন্ত্রণ করেছে। বিদ্যালয়ের এডহক কমিটির আহ্বায়ক শাহেদুল ইসলাম দিপু বলেন, অনিয়মগুলো সাবেক কমিটির সময় হয়েছে। নতুন কমিটিতে কোন অন্যায় অনিয়ম দুর্নীতিকে প্রশ্রয় নেই। শিক্ষার্থীদের সমস্যাগুলো ন্যায় সঙ্গতভাবে সমাধান করার প্রক্রিয়া চলছে।