৬৫
			 
                    
					
			
            
				            
			
			        
    
স্পোর্টস ডেস্ক:
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের তৃতীয় বোলার হিসেবে ১শ উইকেট শিকার ক্লাবের দ্বারপ্রান্তে পেসার তাসকিন আহমেদ। আর মাত্র ২ উইকেট শিকার করলে সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেট ১শ উইকেট পূর্ণ করবেন তাসকিন। ১শ উইকেট শিকারের স্বপ্ন নিয়ে আগামীকাল শ্রীলংকার বিপক্ষে চলমান এশিয়া কাপ সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচে খেলতে নামবেন তাসকিন। ২০১৪ সালে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচে ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন তিনি। এখন পর্যন্ত দেশের জার্সিতে সর্বমোট ৮০ ম্যাচে ৯৮ উইকেট শিকার করেছেন তাসকিন। তাসকিনের আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ১শ উইকেট শিকার করেছেন সাকিব ও মুস্তাফিজ। ১২৯ ম্যাচের ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের  মালিক সাকিব। ১১৬ ম্যাচের ১১৫ ইনিংসে ১৪৬ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন ফিজ (তথ্যসুত্র বাসস)।
 
			         
														