রবিবার, নভেম্বর ২, ২০২৫
Home সারাদেশশেরপুরে বিশ্ব হার্ট দিবস উদযাপন

শেরপুরে বিশ্ব হার্ট দিবস উদযাপন

by দৈনিক নিকতি
০ comments

শেরপুর প্রতিনিধি :
‘প্রতিটি স্পন্দই জীবন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে বিশ্ব হার্ট দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (আজ) সকালে শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের আয়োজনে দিবসটি উপলক্ষে শেরপুর জেলা ডায়াবেটিক সমিতি ও হাসপাতাল থেকে এক বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করেন শেরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ডায়াবেটিক সমিতির সভাকক্ষে রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শওকত আলীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ডা. আহসান হাবীব হিমেল, ডা. মাহফুজুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, প্রতি পাঁচটি অকাল মৃত্যুর মধ্যে একটি মৃত্যু হয় হৃদরোগ জনিত কারণে। সময়ের সাথে সাথে আপনার অভ্যাসের পরিবর্তন আনতে হবে। লিফটে নয়, সিঁড়ি দিয়ে উঠুন। গভীরভাবে একাগ্রচিত্তে শ্বাস-প্রশ্বাসের অভ্যাস করুন। ফল ও সবজির সাথে সুষম খাবারে মনোযোগ দিন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করলে সমস্যাগুলি আগে থেকেই ধরা পড়তে পারে। প্রতিদিন অন্ততপক্ষে ২৫ মিনিট হাঁটুন। ধূমপান ও তামাক জাতীয় দ্রব্য পরিহার করুন। এ সময় হার্ট দিবস উদযাপন কমিটির আহ্বায়ক রোকেয়া বেগম, ডা. আহসান হাবীব হিমেল, ডা, মাহফুজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. আখতারুজ্জামান, শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ.জ.ম রেজাউল করিম, শেরপুর প্রেস ক্লাবের সহ সভাপতি শাহরিয়ার মিল্টন, অ্যাডভোকেট প্রদীপ দে কৃষ্ণ , অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু, তপন সারওয়ার, আব্দুল হামিদ, নিউজ এডিশন সম্পাদক উমর ফারুক সেলিম, ছনকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ শাহাদাৎ হোসেন, হোসাইন আহম্মদ মোল্লা মামুন প্রমুখ উপস্থিত ছিলেন ।

You may also like