
শফিকুল ইসলাম, কুড়িগ্রাম:
রৌমারীতে আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল এর বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরের দিকে আইডিয়াল প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো. তৈয়বুর রহমান এর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্লে-থেকে দশম শ্রের্ণী পর্যন্ত শিক্ষার্থীদের ফলাফল ঘোষণা করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহাবায়ক রাজু আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহŸায়ক নাজিম উদ্দিন আকন্দ, সদস্য সচিব মশিউর রহমান পলাশ, রৌমারী সিজি জামান সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মো. ফজলুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীর অভিভাবক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ। আলোচনা সভা শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে অভিভাবকের উপস্থিতিতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রতিষ্ঠানের পরিচালক মো. তৈয়বুর রহমান। উক্ত অনুষ্ঠানটি সঞ্চলনা করেন আইডিয়াল প্রি-ক্যাডটে এন্ড হাই স্কুলের প্রিন্সিপাল মো. শিপন আহমেদ।