শনিবার, নভেম্বর ১, ২০২৫
Home জামালপুরমাদারগঞ্জে জনস্বার্থে পাবলিক টিউবওয়েল স্থাপন

মাদারগঞ্জে জনস্বার্থে পাবলিক টিউবওয়েল স্থাপন

by দৈনিক নিকতি
০ comments

মোহাম্মদ আলী জিন্নাহ, জামালপুর:
মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর’র উদ্যোগে জনস্বার্থে গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টিউবওয়েল স্থাপন শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল ৫ টায় মাদারগঞ্জ উপজেলার মিয়া বাজার’র পূর্ব পাশে পৌরসভা গেট সংলগ্ন মোড়ে জনস্বার্থে পাবলিক টিউবওয়েল স্থাপন করা হয় এবং দোয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়। উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্থ প্রবাসী পরিবার, অতিদরিদ্র পরিবার, সমাজের অবহেলিত অসুস্থ মানুষের চিকিৎসায় আর্থিক সহায়তাসহ সুবিধা বঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক কাজ করে যাচ্ছে সামাজিক স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর। এসময় মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর’র উপদেষ্টা কমিটির সাবেক সদস্য শাহ জাহান সিরাজ ও হাজ্বী ফজলুল হক এবং সাবেক সভাপতি রকিবুল ইসলামসহ কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সংগঠনের সকল প্রবাসীদের সহযোগীতায় মানবিক কাজে আরো এগিয়ে যাওয়ার লক্ষ্যে সকলের দোয়া কামনা করেছেন মাদারগঞ্জ প্রবাসী কল্যাণ পরিষদ জামালপুর’র সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

You may also like