Home আন্তর্জাতিকবিসিওয়াইএসএ’র নেতৃত্বে শিহাব ও আমিরুল

বিসিওয়াইএসএ’র নেতৃত্বে শিহাব ও আমিরুল

by দৈনিক নিকতি
০ comments

বিশেষ প্রতিনিধি:
বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (বিসিওয়াইএসএ) বার্ষিক সদস্য সম্মেলনে ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) বেইজিং সময় রাত ৯:০০ টার দিকে এ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিওয়াইএসএ এর কার্যনির্বাহী সদস্য ডাঃ আব্দুল্লাহ আল তামীম। বিসিওয়াইএসএ’র সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মনিরুজ্জামান শিহাব স্বাগত বক্তব্য দেন এবং গত এক বছরের কার্যক্রমের উপর ভিডিও ডকুমেন্টারি পরিবেশন করেন। বিসিওয়াইএসএ’র সভাপতি জান্নাতুল আরিফের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, ঢাকায় গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক কাউন্সিলর লি শাওপেং সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজনীতি অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ সাহাবুল হক, গুয়ান্তং ইউনিভার্সিটি অব ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্সের অর্থনীতি বিভাগে সহযোগী অধ্যাপক ড. মিরাজ আহমেদ, সাংহাই ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সায়েন্সসের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল অনুষদের সহযোগী অধ্যাপক ড. এ এ এম মুজাহিদ, ঢাকায় গণপ্রজাতন্ত্রী চীনের দূতাবাসের কালচারাল বিভাগের তৃতীয় সেক্রেটারি সিয়া দাওজিং, ইঞ্জিনিয়ার মোঃ শামসুল হক, বিসিওয়াইএসএ এর উপদেষ্টা, ও চায়না এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র সহ-সভাপতি লিন হাই প্রমুখ উপস্থিত ছিলেন। বার্ষিক সদস্য সম্মেলনের আলোচনাপর্ব শেষে ২০২৫-২৬ সেশনের ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটিতে পিএইচডি গবেষক ডাঃ মোঃ মনিরুজ্জামান শিহাবকে সভাপতি ও মোঃ আমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়। নব-নির্বাচিত এ কমিটি ২০২৫ সাল ডিসেম্বর ১৫ হতে আগামী এক বছরের জন্য সংগঠনকে নেতৃত্ব দিবেন। ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটির অন্যান্যদের মাঝে যথাক্রমে সহ-সভাপতি পদে ড. এস এম মিনহাজ, শিমুল চন্দ্র সরকার, এন্ড্রু দাস শুভ্র, সুয়াইবিয়া তাসনিম এবং মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ নির্বাচিত হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন রাওহা বিন মেজবা, নয়ন কুমার চৌধুরী, মিসবাহুল আমিন, মোঃ এন্তেখাব রহমান গালিব এবং শাহানাজ রহমান। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন, কামরুজ্জামান (সাংগঠনিক সম্পাদক), মোহাম্মদ আদিল (অফিস সম্পাদক), মোঃ রাকিবুল ইসলাম (অর্থ সম্পাদক), আব্দুল্লাহ আল তানিম (প্রকাশনা সম্পাদক), কৃষ্ণ সরকার দীপু (প্রচার সম্পাদক), মাহবুবুর রহমান মিরাজ (গবেষণা ও উন্নয়ন সম্পাদক), গাজী মোহাম্মদ ইসমাইল (শিক্ষা সম্পাদক), ইসলাম রামাদুল (তথ্য ও প্রযুক্তি সম্পাদক), নাঈমা আকতার (মানবসম্পদ সম্পাদক), ডাঃ তোকির হোসাইন মিমো (সামাজিক যোগাযোগ সম্পাদক), মোঃ সাইদুর রহমান (সমাজ কল্যাণ সম্পাদক), মিসেস মাসুমা মমতাজ মীম (সাংস্কৃতিক সম্পাদক) এবং কার্যনির্বাহী সদস্যের মধ্যে আছেন সাইদ পারভেজ, জিনিয়া আফরিন, মোঃ আবু বক্কর সিদ্দিক, আলমাস ফারহান অর্ণব, মোঃ নাইম, মোঃ ইসরাফিল হোসাইন, এবং মোহাম্মদ মানসুর আলম। উল্লেখ্য যে,২০১৬ সালে প্রতিষ্ঠিত বিসিওয়াইএসএ চীন প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থী এবং পেশাদারদের একটি প্ল্যাটফর্ম। ২০১৬ সালে কার্যক্রম শুরুর পর থেকে দুটি দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতা বাড়াতে এবং চীনে অবস্থানরত বাংলাদেশীদের স্বার্থে কল্যাণমূলক কাজ করে যাচ্ছে সংগঠনটি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত বর্তমান শিক্ষার্থী এবং চীনের বিভিন্ন খাতে কর্মরত বাংলাদেশী পেশাদারগণ বিসিওয়াইএসএ এর সদস্য হওয়ার জন্য যোগ্য। কমপক্ষে ৬ মাস চীনে পড়াশোনারত বাংলাদেশী শিক্ষার্থীবৃন্দ এবং কমপক্ষে পুরো ১ বছর চীনে অতিবাহিত করা পেশাদারগণ বিসিওয়াইএসএ এর সদস্য হতে পারবেন। ###

You may also like