
স্টাফ রিপোর্টার:
“মানবাধিকারের অঙ্গীকার, সবার জন্য ন্যায় বিচার” এই প্রতিপাদ্যের আলোকে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন আসফ জামালপুর জেলা কমিটি। বুধবার সকাল ১০টায় শহরের বকুলতলা চত্ত¡র থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসফ’র সভাপতি আলহাজ মো. নূরুল ইসলাম চৌধুরী ননীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আহসান হাবীব চৌধুরী স্বপনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন আসফ জেলা কমিটির অন্যতম উপদেষ্টা ও জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, মিনিট্রাক ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও আসফ’র উপদেষ্টা মো. সাজ্জাদ হোসেন পল্টন, জামালপুর জেলা ট্রাক ও ট্যাংকলড়ি মালিক সমিতির সভাপতি ও আসফ’র উপদেষ্টা মো. মিজানুর রহমান মিজান, বিশিষ্ট রাজনীতিবিদ মো. আমীর হোসেন, আসফ জেলা কমিটির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব সেতু সরকার। এসময় উপস্থিত ছিলেন আসফ জেলা কমিটির সহ-সভাপতি মো. আব্দুল হামিদ, আরিফুর রহমান তালুকদার মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক শান্ত, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম হাসু, প্রচার সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আছাদ, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ, অর্থ সম্পাদক কামরুজ্জামান রিপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কবি মিজানুর রহমান, সহ-সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক ও চ্যালেন আর’র চীফ রিপোর্টার আ.ন.ম. লুৎফুর রহমান, সহ-মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা মোছা. হাসি আক্তারসহ আন্তর্জাতি মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) জামালপুর জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও আমন্ত্রীত অতিথিবৃন্দ। পরে শহরের তমালতলাস্থ রানীগঞ্জ বাজার সংলগ্ন সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর ২য় তলায় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসফ) কার্যালয়ে মিলিত হন সকল নেতৃবৃন্দ।