
স্টাফ রিপোর্টার: বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জামালপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জামালপুর জেলা বিএনপি আজ(সোমবার) দুপুরে স্থানীয় ফৌজদারি চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন ও জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। পরে ফৌজদারি মোড় থেকে বর্নাঢ্য র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন শেষে দয়াময়ী চত্বর গিয়ে শেষ হয়। র্যালি ও আলোচনা সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা অংশ নেন।