শনিবার, নভেম্বর ১, ২০২৫
Home জামালপুরজামালপুরে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জামালপুরে ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

by দৈনিক নিকতি
০ comments

মো. আলমগীর, জামালপুর:
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (আজ) দুপুরে স্টেশন বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ উপলক্ষে আলোচনা সভা অনুুষ্ঠিত হয়। জামালপুর জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম রাশেদীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা কাজী মশিউর রহমান প্রমুখ। আলোচনা সভা শেষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রায় ওলামা দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

You may also like