Home জামালপুরজামালপুরের মেষ্টাতে বিএনপির ভোট কেন্দ্র কমিটি গঠন

জামালপুরের মেষ্টাতে বিএনপির ভোট কেন্দ্র কমিটি গঠন

by দৈনিক নিকতি
০ comments

স্টাফ রিপোর্টার:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর-৫ আসনে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের জামালপুর সদর-৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ মামুনকে বিজয়ী করার লক্ষ্যে ৯নং ওয়ার্ডের জালিয়ারপাড় বাজারে ভোর্ট কেন্দ্র কমিটি গঠন করা হয়। মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মাস্টারের সঞ্চালনায় কেন্দ্র কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক-জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনে বিএনপির এমপি প্রার্থী অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন মিলন, জামালপুর জেলা মৎসজীবীদলের সভাপতি আব্দুল হালিম, জেলা মৎসজীবীদলের সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলার মৎসজীবীদলের সভাপতি মো. সাইদুর রহমান, জেলা মৎসজীবীদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলী ও সদর উপজেলার মৎসজীবীদলের সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন প্রমুখ। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় আগামী নির্বাচনে ধানের শীষের (বিএনপির) বিজয়ের কোনো বিকল্প নেই। তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে এবং ভোট কেন্দ্র পাহারা দেওয়ার লক্ষে প্রতিটি ওয়ার্ডে ভোটকেন্দ্র কমিটি গঠন কার্যক্রম অব্যাহত রয়েছে। অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মেষ্ঠা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ভোট কেন্দ্র কমিটির নেতৃবন্দের নাম ঘোষণা করা হয়।

You may also like