শনিবার, নভেম্বর ১, ২০২৫
Home অপরাধজামালপুরের দেওয়ানগঞ্জে গ্রাম্য সালিশির মাধ্যমে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির বিচার

জামালপুরের দেওয়ানগঞ্জে গ্রাম্য সালিশির মাধ্যমে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির বিচার

by দৈনিক নিকতি
০ comments

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ইউনিয়নের চর ভাঙার গ্রামের মো. মজনু মিয়া হযরত মোহাম্মদ (সা.) কে বিভিন্ন অপবাদ দিয়ে কটূক্তি করে আসছিলো। গ্রামবাসীর অভিযোগে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ চলতি মাসের ২০ সেপ্টেম্বর, শনিবার, তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। গ্রাম্য সালিশিতে বিচার করা হবে মর্মে দেওয়ানগঞ্জ বাজার মসজিদের ঈমাম মুফতি আকরামুজ্জামায় মজনুকে জিম্মায় থানা থেকে ছেড়ে নেন। জিম্মানামায় সাক্ষী হন আরিফ খাঁন রাসেল, দেলোয়ার হোসেন সহ বেশ কয়েক জন আলেম। গতকাল রবিবার দুপুরে বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে সালিশির আয়োজন করা হয়। সালিশিতে এলাকাবাসীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মজনুকে দোষী সাব্যস্ত করে সাদা কাগজে মুচলেকা নেওয়া হয়। ‘মজনু কোন পিরের মুরিদ হয়ে কাজ করতেন পারবে না। যেহেতু সে কোন আলেম নয় তাই শরিয়ত সম্পর্কে কোন বিষয়ে কোন জায়গায় ফতোয়া দেবে না’। অতঃপর সালিশিতে উপস্থিত সবার সামনে আল্লাহর কাছে ক্ষমা চায় মজনু। মজনুকে তওবা করিয়ে কালেমা শাহাদত পাঠ করান জিম্মাদার আকরামুজ্জামান।

You may also like