
স্টাফ রিপোর্টার:
জামালপুরের ইসলামপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ইসলামপুর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া। বুধবার (গতকাল) ইসলামপুরের সদর গোবিন্দবাড়ি, হরিসভা, পোদ্দারপাড়া, পলবান্দার মোদকপাড়া, রৌহারকান্দা পালপাড়া পুজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এসময় তার সঙ্গে ছাত্রদল, যুবদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তিনি পূজা মন্ডপগুলোত গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজা উদযাপনের সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন পূজা মন্ডপ পরিচালনা কমিটির হাতে আর্থিক অনুদান প্রদান করেন। পরিদর্শনকালে অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া বলেন, ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। বিএনপি বিশ্বাস করে, সবাই মিলে শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। আমাদের কাছে সংখ্যালঘু বলে কোনো শব্দ নেই। আমরা চাই, প্রত্যেক নাগরিক নিরাপদ ও আনন্দঘন পরিবেশে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করুক।