রবিবার, নভেম্বর ২, ২০২৫
Home জামালপুরইসলামপুরে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী এড. সেলিম মিয়ার গণসংযোগ

ইসলামপুরে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী এড. সেলিম মিয়ার গণসংযোগ

by দৈনিক নিকতি
০ comments

স্টাফ রিপোর্টার:
গণসংযোগ করেছেন জামালপুরের ইসলামপুরে বিএনপির এমপি মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী এডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া। তিনি ইসলামপুর উপজেলার পাথর্শী ইউনিয়নের মোজাআটা গ্রামের মো. সিরাজুল ইসলাম (চান মাস্টার) এর ছেলে। বৃহস্পতিবার ও শুক্রবার ইসলামপুরের পোড়ারচর, ঝগড়ারচর, বেনুয়ারচর, ডিগ্রিরচর, কান্দারচর, শাজারেরচর, গুঠাইল বাজার, জনতাবাজার, একতাবাজার, হারগিলা, সাহেব বাজার, রাম ভদ্রা এলাকাতে গণসংযোগ করেন তিনি। গণসংযোগকালে বিএনপির এই তরুণ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশ সংস্কারের জন্য ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন এবং জামালপুরের ইসলামপুর আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী হিসেবে দোয়া ও সহোযোগীতা কামনা করেন। জানাগেছে, অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া বর্তমানে সুপ্রিম কোর্টের আপীল বিভাগের আইনজীবী হিসেবে নিয়োজিত আছেন। ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে সম্পৃক্ত হন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন। আন্দোলন-সংগ্রামে অংশ নিতে গিয়ে গ্রেফতার ও নির্যাতনের শিকারও হয়েছেন। তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে সহ-আইন সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য এবং ইসলামপুর উপজেলা বিএনপির নির্বাহী সদস্য। তিনি বাংলাদেশ ইলেকশন কমিশন ও বাংলাদেশ ব্যাংক সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অনেক প্রতিষ্ঠানে প্যানেল আইনজীবী হিসেবে নিয়োজিত আছেন।

You may also like